logo


Durga-Ma

ভূমিকা

সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট বাঙালির শ্রেষ্ঠ উৎসবের পারফেক্ট উদযাপন। গত ২৪ বছর ধরে কলকাতার বারোয়ারি দুর্গাপুজোর নান্দনিক উৎকর্ষে শান দিয়ে এসেছে এই উদ্যোগ। ২০২২-এ প্রতিযোগিতার পঁচিশ বছরে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুজো পারফেক্ট-এর দায়িত্ব বর্তেছে সংবাদ প্রতিদিন ডিজিটালের উপর। তাই এবছর থেকে এই উদ্যোগ হল SangbadPratidin.in পুজো পারফেক্ট । প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে সামগ্রিক রুচিশীলতা ও উৎকর্ষের নিরিখে বাঙালির পুজো যাতে পারফেক্ট হয়ে ওঠে— এই উদ্যোগ শুরু থেকেই নজর দিয়েছে সেদিকে। এবারও তার ব্যতিক্রম নয়। এবারও একই ভাবে জারি রইল সেরার সন্ধান।

সবার পুজো পারফেক্ট হয়ে উঠুক সকল বাঙালির সম্মিলিত প্রয়াসে।

সেরা ১২


পুরস্কার মূল্য
  • সেরা পুজো (৫টি) ৫০,০০০/-
  • সেরা আইডিয়ার পুজো ২৫,০০০/-
  • সেরা প্রতিমা ২৫,০০০/-